ঐশ্বরিয়া রায় না থাকলে অভিষেক বচ্চনকে না খেয়েই থাকতে হয়। এ কথা বলার কারণ, কোনো হোটেলে শুধু আরাম করতে শুয়ে-বসে থাকলে এমনটাই হওয়ার কথা। হোটেলের রুম সার্ভিসে ফোন করেও খাবার অর্ডার করতে পারেন না অভিষেক। আর সেই কাজটাও যত্ন নিয়ে করেন তার স্ত্রী ঐশ্বরিয়া। এক সাক্ষাৎকারে গোপন কথা ফাঁস করলেন সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়।
জুনিয়র বচ্চন জানান, তিনি হোটেলের রুম সার্ভিসে ফোন করে খাবার অর্ডার করতে পারেন না। অচেনা মানুষের সঙ্গে কথা বলতে অদ্ভুত লাগে তার। তাই কোথাও গেলে আর সেখানে স্ত্রী ঐশ্বরিয়া না থাকলে না খেয়ে থাকতে হয় অভিষেক বচ্চনকে! শুধু তাই নয়, অভিষেক এতটাই লজ্জিত ও অস্বস্তিবোধ করেন যে, হোটেলের লবিতে পা রাখতেও চান না। আর যদি কোনো কাজ অথবা প্রমোশনাল ইভেন্টের জন্য হোটেলে যেতেও হয়, সে ক্ষেত্রে যদি তাকে রাস্তা দেখানোর জন্য কেউ না থাকে, অভিষেক পারতপক্ষে এড়িয়ে যান।
অভিষেক জানান, তিনি কোনোদিন এমন কোনো সেটে কাজ করতে পারবেন না, যেখানের পরিবেশ অপ্রীতিকর। মানুষ তাকে নিয়ে হাসাহাসি করে। তিনি হোটেলে বসে আছেন প্রেস ট্যুরের সময়। কেউ যদি না থাকে, তাহলে তিনি একা লবিতে যেতে পারেন না। কোথাও একা প্রবেশ করতেই ভয় লাগে অভিষেকের। তার সবসময় পাশে কাউকে না কাউকে লাগে। বলিউড অভিনেতা অভিষেকের কিছু অদ্ভুত স্বভাব আছে। আউটডোরে কাজ থাকলে তার স্ত্রী তাকে বিকেলে ফোন করে জানতে চান, তিনি খেয়েছেন কি না। তাই নিরুপায় ঐশ্বরিয়া তার জন্য খাবার অর্ডার করে দেন।
Leave a Reply