কুমিল্লা মুরাদনগরে মিডিয়া সেন্টারের উদ্যোগে ঈদ পীর্নমিলনী পালিত হয়েছে। এ উপলক্ষে একাত্তরের মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধাদের স্বরনে পুস্প স্থাপন করেন মুরাদনগরের মিডিয়া সেন্টারের সদস্য গন।একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত-অঞ্চল ‘কসবা উপজেলা’র নাম কেউ শোনেননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। কসবা উপজেলার একটি গ্রামের নাম ‘কোল্লাপাথর’। কোল্লাপাথর গ্রামের একটি টিলার ওপর ঘুমিয়ে আছেন স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া ৫০ জন বীর মুক্তিযোদ্ধা।
স্বাধীনতাযুদ্ধে শহীদ হওয়া ৫০ জন বীর মুক্তিযোদ্ধার মধ্যে দুইজন বীর উত্তম, দুইজন বীরপ্রতীক এবং একজন বীর বিক্রম উপাধি পাওয়া যোদ্ধার সমাধি রয়েছে। এ ছাড়া ৫০ জনের মধ্যে তিনজন অজ্ঞাত বীর মুক্তিযোদ্ধার সমাধি রয়েছে। যাদের পরিচয় আজও পাওয়া যায়নি বীর শহীদদের সমাধি সৌধ ‘কোল্লাপাথর’ এর পুরো ইতিহাসের সাক্ষী হচ্ছেন স্থানীয় মুক্তিযোদ্ধা আবদুল করিম। তিনি কিছুই লিখে রাখেননি, কিন্তু ১৯৭১ সাল থেকে এ সমাধিস্থল সংরক্ষণ এবং উন্নয়নের জীবন্ত সাক্ষী তিনি। মুক্তিযোদ্ধা আবদুল করিমের বাবার দেওয়া জমিতেই এ সমাধি সৌধ নির্মিত হয়েছে। মুক্তিযোদ্ধা আবদুল করিম তার নিজ হাতে এখনো সমাধি সৌধের তত্ত্বাবধান করছেন।
মুক্তিযুদ্ধে শহীদের শ্রদ্বা জানাতে ঈদ পূর্নমওলনী উপলক্ষে মুরাদনগরের মিডিয়া সেন্টারে পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সাহেদুল ইসলাম সাহদ দৈনিক সমচার কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি,এন এ মুরাদ নতুন সময় মুরাদনগর উপজেলা প্রতিনিধি,এম এ বাশার চ্যানেল এস কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি,খোরশেদ আলম, Daily present times, কুমিল্লা জেলা প্রতিনিধি,সাইদুজ্জামান ভূঁইয় দৈনিক বজ্রশক্তি,মুরাদনগর জেলা প্রতিনিধি, আলমঙ্গীর হোসেন,দৈনিক গনমুক্তি,মুরাদনগর জেলা প্রতিনিধি,ও দৈনিক সমচার মুরাদনগর জেলা প্রতিনিধি তানভীর সহ আরো আনেক
Leave a Reply