ফরিদগঞ্জ উপজেলায় টানা বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতে ফরিদগঞ্জে রুবেল হোসেন(২৮) ও সোহেল রানা(২৬) নামের দুই ভাইয়ের করুন মৃত্যু হয়েছে। তারা উভয়েই ফরিদগঞ্জ পৌর এলাকার মৃত বিল্লাল হোসেন ও জেসমিন বেগম দম্পতির ছেলে।৪ মে বুধবার দুপুরে বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি চারদিকে ছড়িয়ে যায়।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতদের অপর ছোট ভাই আরিফ হোসেন জানান, প্রচন্ড বৃষ্টিতে কৈ মাছ উজিয়ে উঠছিলো বলে পুকুর পাড়ে তা ধরতে গিয়েছিলো বড় ভাই রুবেল। এরপর কৈ মাছ ধরতে মেঝো ভাই সোহেল রানাও পুকুর পাড়ে গিয়েছিলো। পরে বৃষ্টিপাত কমে গেলে পুকুর পাড়ে গিয়ে দেখি দুজনে অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক, তারা পূর্বেই মারা গেছে বলে আমাদের জানায়।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোজাম্মেল হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই এই দুজন মারা গেছেন। শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে ধারণা করছি বজ্রপাতে তাদের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তারা দুজন মারা গিয়েছেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, দুটি মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তারপরও মৃত্যুর কারণ নিশ্চিত হতে দুটি মরদেহের ময়নাতদন্ত করা হবে।তবে দুজনের একজনের শরীরেও কোন জখম কিংবা আঘাতের চিহ্ন নেই।
Leave a Reply