মাত্র ৩৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ব্রিটিশ-আইরিশ বয় ব্যান্ড ‘দ্য ওয়ান্টেড’-এর জনপ্রিয় শিল্পী টম পার্কার।
রেখে গেলেন স্ত্রী কেলসি পার্কার ও দুই সন্তানকে। গত বুধবার তার স্ত্রী কেলসি পার্কার ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২০ সালের অক্টোবরে টমের ব্রেনে টিউমার ধরা পড়ে। গত কয়েক মাস ধরেই মরণব্যাধি ব্রেন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। এরপর চিকিৎসা চলছিল তার।
সবশেষ গত ৭ মার্চ যুক্তরাজ্যের বোর্নমাউথে একটি কনসার্টে অংশ নিয়েছিলেন টম পার্কার। সে সময় তিনি বলেছিলেন, ‘এমন নয় আমি ক্যানসারকে পাত্তা দিচ্ছি না, তবে শুধু ক্যানসারের কথা ভাবলে জীবন আরও তাড়াতাড়ি ফুরিয়ে যাবে, আর আমি সেটা চাই না।’ তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীত দুনিয়ায়। স্তব্ধ টমের পরিবার, ‘দ্য ওয়ান্টেড’-এর সদস্য ও ভক্তকুল।
২০০৯ সালে তৈরি হয়েছিল বয়-ব্যান্ড ‘দ্য ওয়ান্টেড’। ‘অল টাইম লো’, ‘গ্ল্যাড ইউ কেম’ সুপার হিট সব গান এসেছে এই ব্যান্ড থেকে। ২০১৪ সালে এই ব্যান্ড ভেঙে গেলেও ২০২১ সালে ক্যানসার রোগীদের জন্য অর্থ সংগ্রহে একজোট হয় ‘দ্য ওয়ান্টেড’।
Leave a Reply