মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রবিবার সকাল ১০ টায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন পুলিশ সুপার জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাস, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজকুন্ডু, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা তথ্য অফিসের সহযোগিতায় মাগুরা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
Leave a Reply