(রাজশাহী)
স্বাস্থ মন্ত্রনালয় এর নির্দেশে সারা দেশে চলছে ১২থেকে ১৮বছর এর নিচে শিক্ষার্থীদের টিকা প্রদান এর কাজ ৷ এখন একটি টিকাদান কর্মসূচী চালাচ্ছে, যেটার উদ্দেশ্য ৩১শে জানুয়ারির মধ্যে বাংলাদেশের ১২ থেকে ১৭ বছর বয়সী সব শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা দেয়া শেষ করা। এর আগে অবশ্য এই লক্ষ্যমাত্রার সময়সীমা ১৫ই জানুয়ারি পর্যন্ত ছিল। কিন্তু কার্যত শেষ পর্যন্ত এই সময়সীমা দু সপ্তাহ বাড়ানো হল।
প্রথম দিকে শিক্ষার্থীদের টিকা পাওয়ার ক্ষেত্রে নিবন্ধনের বাধ্যবাধকতা থাকলেও পরের দিকে তা কিছুটা শিথিল করে বলা হয়, শিক্ষার্থীরা জন্মসনদ দেখাতে পারলেই টিকা পাবেতারই ধারাবাহিকতায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এ আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি ) সকাল ৯টা থেকে শুরু হয়েছে ১২থেকে ১৮ বছর এর নিচে শিক্ষার্থীদের টিকা দেওয়ার কাজ৷ ক্যাম্পাসের রোবোটিক্স ল্যাবে চলছে টিকা প্রদান ৷
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক জানান, যাদের ১৮বছর হয়েছে কিন্তু এখনো টিকা দেয়নি তাদেরও রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এ ১২থেকে ১৮বছর এদের সাথেই টিকা দেওয়া হবে ৷ ফায়জার টিকা প্রদান করা হচ্ছে শিক্ষার্থীদের ৷ শিক্ষার্থীদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা বলেন, আমাদের টিকা দেওয়ার জন্য ২কপি জন্ম সনদ সত্যায়িত করে আনতে হয়েছে, সাথে থাকছে স্বাস্থ্য কর্মীদের দেওয়া একটি ফরম ,,, তারা আরে বলেন আমাদের টিকা দিতে ভয় করলেও কক্ষে ভিতরে গিয়ে টিকা দেওয়ার পর ভয় কেটে যায় ৷ টিকা পেয়ে ক্যাম্পাসের সকলে আনন্দিত
Leave a Reply