স্বামীর সঙ্গে অভিমান করে মনপুরা উপজেলার ভদ্রপাড়া গ্রামে ৮নং ওয়ার্ডের ইঁদুরের বিষ খেয়ে রুজিনা আক্তার(৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল ৮ ঘটিকায় দিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আশার ১০মিনিট পর ওয়াস করা অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ওই গৃহবধূর বড় ভাইর সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচ বছর আগে প্রেমের সম্পর্কে একই গ্রামের নুরহাফেজ সঙ্গে রুজিনার বিয়ে হয়।
দাম্পত্য জীবনে তাঁদের একজন ছেলে ও দুইজন মেয়ে রয়েছে।
দীর্ঘদিন যাবত রুজিনা এবং নুরহাফেজ দাম্পত্য জীবনের ঝগড়া বিবাদ হয়ে আসছে।
নুরহাফেজ স্ত্রী রুজিনার কাছে সবসময় টাকা পয়সা চেয়ে আসছে কিছুদিন আগেও বিদেশ যাবে বলে পঞ্চাশ হাজার টাকা চেয়েছে বলে জানিয়ে রুজিনার বড় ভাই।
স্বামীর সঙ্গে অভিমান করে সকাল বেলায় নিজেদের বসতঘরে থাকা ইঁদুর মারার বিষ গ্যাসট্যাবলেট খেয়ে ফেলেন রুজিনা আক্তার। কিছুক্ষণ পর শরীরে অস্বস্তি বোধ করেন এবং ইঁদুরের বিষ খেয়েছেন বলে শাশুড়ি ও তাঁর স্বামীর কাছে স্বীকার করেন।
সকাল বেলা আটটার দিকে তাঁকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তাঁর স্বামী নিয়ে আসে।
কর্তব্যরত চিকিৎসক ওয়াস করা শুরু করলে ওয়াসিং অবস্থায় মারা যায়।
মনপুরা থানার ওসি সাইদুর রহমান বলেন থানায় মামলা করা হয়েছে আসামি ধরার অভিযান চলছে এবং ডেটবডি ময়না তদন্তের জন্য ভোলা প্রেরন করা হয়েছে।
Leave a Reply